বুধবার, ১ অক্টোবর ২০১৪
বিশ্বের সবচেয়ে ছোট ফিল্ম ডিরেক্টর
Home Page » এক্সক্লুসিভ » বিশ্বের সবচেয়ে ছোট ফিল্ম ডিরেক্টরবঙ্গ-নিউজ:ফিল্ম সেটে অনেক বাচ্চাই ভয় পেতে পারে। তবে সওগাত বিস্তার কাছে তা কোনো ব্যাপারই না। এমনকি স্টুডিওর ভেতরে কিংবা আউটডোরে কী হয় তা নখদর্পনে তার। মাত্র আট বছর বয়সী এই নেপালি শিশু ইতোমধ্যেই একটি ফিচারধর্মী ফিল্ম পরিচালনা করেছে। তার লক্ষ্য এখন একটাই। হিসেবে গিনেজ বুকে নাম লেখাতে চায় সে।দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া সওগাতের ফিল্ম ‘লাভ ইউ বাবা’ মুক্তির অপেক্ষায়। আগামী ডিসেম্বরে নেপালের বিভিন্ন থিয়েটারে মুক্তি পাবে এটি।
সওগাতের দাবি গিনেজ বুক কর্তৃপক্ষ গ্রহণ করলে ভারতীয় কিষান শ্রীকান্তের রেকর্ড ভাঙবে সে। ২০০৬ সালে নয় বছর বয়সে ফুটপাত নামে একটি ফিল্ম পরিচালনা করে শ্রীকান্ত।
বাংলাদেশ সময়: ৭:২৫:৪৫ ৩৩৩ বার পঠিত