মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪

লতিফ সিদ্দিকীর বক্তব্য ক্ষমতার শীর্ষ থেকে উৎসাহ প্রদানের ফল : বিএনপি

Home Page » জাতীয় » লতিফ সিদ্দিকীর বক্তব্য ক্ষমতার শীর্ষ থেকে উৎসাহ প্রদানের ফল : বিএনপি
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪



fakhrul-bnpff.jpgবঙ্গ-নিউজ: হযরত মুহাম্মদ (স:), পবিত্র হজ্বব্রত পালন, মক্কা শরীফ ও তাবলীগ জামায়াত সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেন, আব্দুল লতিফ সিদ্দিকীর লাগামহীন কদাচার বক্তব্যকে ক্ষমতার শীর্ষ থেকে সবসময় উৎসাহ প্রদান করা হয়েছে বলেই তিনি এখন সকল সীমানা অতিক্রম করে পবিত্র হজ্ব ও হাজীদের কটা এবং মহানবী (স:) সম্পর্কে বিদ্রুপাত্বক ভাষায় তাচ্ছিল্য করা ও তাবলিগ জামায়াতকে নিয়ে কটুক্তি করার স্পর্ধা দেখিয়েছেন। তার বক্তব্য বাংলাদেশসহ গোটা মুসলিম বিশ্বের ধর্মীয় আবেগে চরম আঘাত। ইসলাম ধর্মের প্রতি তার এই বক্তব্য চরম অসম্মানজনক।
তিনি বলেন, ইসলামের অবশ্য পালনীয় অন্যতম স্তম্ভ হজ্ব। শেষ নবী হযরত মুহাম্মদ (স:) শ্রেষ্ঠ মানব। অথচ মুসলমান নামধারী বর্তমান অবৈধ সরকারের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী রাসুলুলাহ (স:) সম্পর্কে যে অপমানজনক কথা বলেছেন তা কেবল চরম সীমালঙ্ঘনকারীরাই করতে পারে। এই মন্ত্রী কথাবার্তায় সবসময় সভ্যতার সীমানা অতিক্রম করেন। এর আগেও তিনি এমন অসংলগ্ন কথা বলেছেন যা কেবল সমাজবিরোধী লোকেরাই বলে থাকেন।
ফখরুল বলেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাড়ীতে বাড়ীতে হানা দিয়ে তাদেরকে হত্যা করতে বলেছিলেন এই মন্ত্রী। মানসিকভাবে ভারসাম্যহীন ও বিকারগ্রস্ত না হলে কেউ এ ধরণের কান্ডজ্ঞানহীন বক্তব্য রাখতে পারে না। অবৈধ ক্ষমতায় মন্ত্রীত্ব পাওয়া একজন মানুষ কতখানি দাম্ভিক এবং ঔদ্ধত্যপূর্ণ হয়ে উঠতে পারে সেটির উজ্জল দৃষ্টান্ত লতিফ সিদ্দিকী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ক্ষমতাসীন নেতা মন্ত্রীরা শুধু ধরাকে সরা জ্ঞানই করছেন না তারা নিজেদের এখতিয়ার ভুলে গেছেন। ফেরাউনের ঔদ্ধ্যত্য এদেরকে প্রেরণা যোগায়। তাই আসন্ন পতনের কোনো শব্দ তাদের কানে আসছে না। মহানবী (স:), হজ্ব, হাজী এবং তাবলীগ জামায়াত সম্পর্কে কুৎসিত মন্তব্যে ফুঁসে ওঠা জনগণের রোষানল তারা দেখতে পাচ্ছেন না। মির্জা আলমগীর অবিলম্বে লতিফ সিদ্দিকীর পদত্যাগের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫১   ৩৪৩ বার পঠিত