মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪

কলমাকান্দায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪



b-48.jpgফখরুল আলম খসরুঃ কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এডিপির উদ্যোগে সোমবার বন্যা দূর্গতদের জরুরী ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে ত্রাণ বিতরনের যৌথ ভাবে উদ্বোধন করেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠানে সিনিয়র ক্লাষ্টার এডিপি ম্যানেজার ডেভিট অনুপ সাংমা, নাজিরপুর এডিপি ম্যানেজার বেঞ্জামিন মারাক, এডল মারাক, প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, নির্বাহী সভাপতি মোঃ জাফর উল্লাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অপরদিকে সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কলমাকান্দা এডিপির উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন মিলনায়তনে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ। এ সময় অন্যান্যদের মধ্যে ডিভিশনাল হেলথ কো-অর্ডিনেটর ডাঃ জয়ন্ত নাথ, ডিভিশনাল আইটি কো-অর্ডিনেটর দিলীপ রায়, সিনিয়র ক্লাষ্টার ম্যানেজার ডেভিট অনুপ সাংমা, এডিপি ম্যানেজার এন্ড্রু অরূপ দাস, প্রজেক্ট ম্যানেজার দূর্যোগ ব্যবস্থাপনা জন জ্যোতিষ বাড়ৈ, প্রকল্প ব্যবস্থাপক শিক্ষা অভিজিৎ রাকসাম উপস্থিত ছিলেন। নাজিরপুর ও কলমাকান্দা এডিপি ৩৫০০টি পরিবারের মধ্যে ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ১ কেজি সুজি, ১ কেজি লবণ ও ৬ প্যাকেট করে বিস্কুট প্রতিজনকে প্যাকেজ আকারে প্রদান করেছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৫৮   ৩৫২ বার পঠিত