মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪

কেরানীগঞ্জ ৪ খুনের আসামি গ্রেফতার

Home Page » জাতীয় » কেরানীগঞ্জ ৪ খুনের আসামি গ্রেফতার
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪



imgfages.jpg

বঙ্গ-নিউজ: নিজস্ব প্রতিবেদক-আল রিআন:কেরানীগঞ্জের চার খুনের মামলার আসামি নাসিরকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার ভোরের দিকে তাকে উপজেলার মোহনগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আমিও শুনেছি যে মোহনগঞ্জ থেকে নাসির নামে একজনকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে গেছে ডিবি পুলিশ।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কলাকান্দি এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।এর একদিন পর তাদের পরিচয় পাওয়া যায়।

নিহতরা হলেন-সানজিদা (২), ইমরান (৭), সাজু আহমেদ (৩৫) এবং রঞ্জি বেগম। সম্পর্কে সাজু আহমেদ ও রঞ্জি বেগম স্বামী-স্ত্রী। আর সানজিদা ও ইমরান তাদের দুই সন্তান। সাজুর বাড়ি পঞ্চগড়েরর দেবীগঞ্জ উপজেলার সারিকান্দি গ্রামে।

এরপর এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন স্থান থেকে ৭ জনকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি, নিহত সাজু ডাকাত দলের সদস্য আর গ্রেফতারকৃতরা তার সহযোগী। সুমনের মোটরসাইকেল চুরি, নবাবগঞ্জের চুরাইন বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির মালামালের ভাগবাটোয়ারা এবং সুমনের স্ত্রী লাকীর সঙ্গে অবৈধ সম্পর্কের জের ধরেই সাজু ও তার স্ত্রী-সন্তানকে হত্যা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জাকারিয়া ওরফে জনি (২৬), সুমন ওরফে সিএনজি সুমন (৩০), আব্দুল মজিদ (২৪), রফিক (৩৮), সাহিদা বেগম (৩৬), মুক্তা বেগম (৩০) ও রানী বেগম।

জনি ও সাহিদাকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে, মজিদকে দক্ষিণ কেরারীগঞ্জের আব্দুল্লাহপুর এবং রফিককে হাসনাবাদ এলাকায় থেকে গ্রেফতার করা হয়।

বাকিদের মধ্য সিএনজি সুমন ও রাণী বেগমকে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় থেকে গ্রেফতার করা হয

বাংলাদেশ সময়: ১৩:১৭:৩৪   ৩৬৪ বার পঠিত