সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪
রুনির দুঃখ প্রকাশ
Home Page » খেলা » রুনির দুঃখ প্রকাশবঙ্গ-নিউজ:ম্যানচেস্টার: শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামের বিপক্ষে লাল কার্ড দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েন রুনি। দু’দিন পর সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন ‘রেড ডেভিলস’ অধিনায়ক।
২-১ ব্যবধানে জেতা ম্যাচের আধা ঘন্টা আগে সরাসরি লাল দেখে মাঠ ছাড়েন রুনি। ওয়েস্টহ্যাম মিডফিল্ডার স্টুয়ার্ট ডাউনিংকে লাথি মেরে ফেলে দেন রুনি। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি লি ম্যাশন।
ম্যান ইউর অফিসিয়াল ওয়েবসাইটে রুনি বলেন, ‘ওই সিদ্ধান্ত (লাল কার্ড দেখানো) সম্ভবতো ঠিক ছিল। আমি শুধু ওয়েস্টহ্যাম খেলোয়াড়কে পাল্টা আক্রমণে থামাতে চেয়েছিলাম। কিন্তু সেটা ভুলভাবে হয়েছে।’
সতীর্থদের কাছেও দুঃখ প্রকাশ করেন রুনি। তিনি বলেন, ‘আমি অবশ্যই ক্ষমা চাচ্ছি। আমার ধারণা সবাই জানে ওটা (ট্যাকল) ভুল ছিল।’
রুনি আরও নিশ্চিত করেছেন যে, নিষিদ্ধাদেশের বিরুদ্ধে আপিল করবেন না। ফলে প্রিমিয়ার লিগে পরের তিন ম্যাচে এভারটন, ওয়েস্ট ব্রুম ও চেলসির বিপক্ষে খেলতে পারবেন না ম্যান ইউ অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:৫৮ ৩৫৩ বার পঠিত