সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪
দক্ষিণ চীন সাগরের কাছে মহড়ায় নামল আমেরিকা-ফিলিপাইন
Home Page » বিশ্ব » দক্ষিণ চীন সাগরের কাছে মহড়ায় নামল আমেরিকা-ফিলিপাইনবঙ্গ-নিউজ:মার্কিন ও ফিলিপাইনের হাজার হাজার মেরিন সেনা বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে আজ(সোমবার) সামরিক মহড়া শুরু করেছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা নিয়ে ফিলিপাইনসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের বিরোধ তুঙ্গে তখন এ মহড়ায় নামল আমেরিকা এবং ফিলিপাইন।১২ দিনের এ মহড়ায় সাড়ে তিন হাজার মার্কিন এবং এক হাজার দুইশ’ ফিলিপাইনের মেরিন ও নৌ সেনা অংশ গ্রহণ করছে। দক্ষিণ চীন সাগরের মুখোমুখি অবস্থিত ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপে এ মহড়া আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।অবশ্য, মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে বিতর্কের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন ফিলিপাইনের মেরিন মুখপাত্র লে. জারবার অ্যান্থনি বেলোনিয়া। তিনি বলেন, ফিলিপাইনের নতুন মেরিন অবতরণ বাহিনীর সক্ষমতা দেখানর জন্য এ মহড়া হচ্ছে। ঘটনাক্রমে এ বাহিনীর ঘাটি পালাওয়ানে অবস্থিত এবং এর সঙ্গে দক্ষিণ চীন সাগরের বিতর্কের কোনো সম্পর্ক নেই।দক্ষিণ চীনা সাগরে ফিলিপাইনের ঢোকার মুখের প্রধান ঘাটি পালাওয়ানে অবস্থিত এবং এ ঘাটির সামরিক সম্পদ দিনে দিনে বৃদ্ধি করা হচ্ছে।চলতি বছরে মহড়ায় ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র ও কামানের তাজা গোলা-গুলি ব্যবহার করা হবে। এ ছাড়া, সাঁজোয়া বহর অবতরণ ও ছত্রী সেনা নামানর অনুশীলনও চলবে। মহড়ায় অংশ নেয়ার জন্য গতকাল সুবিক ঘাটিতে ভিড়েছে উভচর আক্রমণে ব্যবহৃত মার্কিন রণতরী ইউএসএস পেলিলিওসহ দু’টো জাহাজ।দক্ষিণ চীন সাগর নিয়ে বিতর্ক বেড়ে ওঠার সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তিবৃদ্ধি করছে ফিলিপাইন এবং আমেরিকার সঙ্গে সামরিক মিত্রতা আরো ঘনিষ্ঠ করছে।#
বাংলাদেশ সময়: ১৭:৩৫:২২ ৩৯৮ বার পঠিত