সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪
যুদ্ধ অনিবার্য : আশরাফ
Home Page » জাতীয় » যুদ্ধ অনিবার্য : আশরাফবঙ্গ-নিউজ:স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মানবতার বিরুদ্ধে কেউ নিরপেক্ষ নয়। সাংবাদিক, বুদ্ধিজীবী ও আইনজীবী সবাই কোন না পক্ষ অবলম্বন করেন, কিন্তু প্রকাশ করেন না। এখন আর কেউ নিরপেক্ষ নেই।
সোমবার দুপুরে জাতীয় প্রেস কাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিভাগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের তান্ডব রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ডিভিডির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি জামায়াত চক্রকে অপশক্তি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুদ্ধ অনিবার্য। বিএনপি জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধ আমাদের উপরেই চাপানো হবে। এই যুদ্ধে এদের বিরুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। তাই একাত্তরের মত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আশরাফ বলেন, জামায়াত, আল কায়দা ও জঙ্গি এরা এক এবং অভিন্ন। বিভিন্ন দেশে এদের বিভিন্ন নাম মাত্র। ১৯৭১ সালে এদের তান্ডব দেখেছি। ২০১৩ সালে ও দেশবাসী এই দস্যুদের তান্ডব দেখেছেন। এদের বিরুদ্ধে আমাদের জয় নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগের প্রচারও প্রকাশানা সম্পাদক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমরা উকিল, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:২৮:২৪ ৩২১ বার পঠিত