শনিবার, ১১ মে ২০১৩
চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল: ৭৯ জন পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫
Home Page » এক্সক্লুসিভ » চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল: ৭৯ জন পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫রাতুল, বঙ্গ-নিউজ ডেস্কঃএবার এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রথম স্থান লাভ করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ড ও স্কুল অফিস সূত্রে প্রকাশ, চলতি বছর ওই স্কুল থেকে ৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলে জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ৪৩ ছাত্র ও ৩৬ জন ছাত্রী। ফল প্রকাশের পরই উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। তাৎক্ষণিক অনুভূতিতে শিক্ষার্থীদের মধ্যে অভিভাবক শাহিদা খাতুন ও এরশাদ আলী জানান, এ ধরনের ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম, তদারকি ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন। তারই ফলশ্রুতিতে বিদ্যালয়টি এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত মাঈশা মোকারমা ও জারিন তাসনিম জানায়, বাবা-মায়ের পরই স্যার ও ম্যাডামদের মাতৃস্নেহে শিক্ষাদান আমাদের এ সাফল্যের পেছনে বেশি অবদান রেখেছে। স্কুলটির প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন ও প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ২০০০ সালে প্রত্যন্ত পল্লীতে স্কুলটি প্রতিষ্ঠিত হয়ে এলাকাবাসীসহ সকলের আন্তরিকতায় বিগত এসএসসি পরীক্ষাগুলোতেও পরপর ৩বার দিনাজপুর শিক্ষা বোর্ডে তৃতীয় ও জেলায় প্রথম স্থান অধিকার করতে পেরেছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদ্যালয়টিতে আইটি ও মাল্টিমিডিয়া ক্লাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। যা ভবিষ্যতে শিক্ষার গুণগত মান উন্নয়নে সক্ষম হবে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের সুনাম ধরে রাখতে সক্ষম হবে।
বাংলাদেশ সময়: ১৪:৪৮:৪৭ ৬৫৪ বার পঠিত