রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪
রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিলে মধ্যবর্তী নির্বাচনের উদ্যোগ নেয়া হবে : সিইসি
Home Page » জাতীয় » রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিলে মধ্যবর্তী নির্বাচনের উদ্যোগ নেয়া হবে : সিইসিবঙ্গ-নিউজ ডট কম: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিলে কমিশন নির্বাচনের উদ্যোগ নেবে। তবে, এখনও এ বিষয়ে ভেবে দেখার সময় আসেনি বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আজ রোববার সিলেটে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন কাজী রকিবুল ইসলাম। বিকেলে সিলেট নগরীর উপশহরে নির্মানাধীন সার্ভার স্টেশন পরিদর্শন করেন সিইসি। এরআগে সকাল থেকে নগরীর একটি হোটেলের বলরুমে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিইসি।
জাফলংয়ের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে এই এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। তিনি শনিবার দুপুরে এক সংপ্তি সফরে স্বস্ত্রীক সিলেটের প্রকৃতিকন্যাখ্যত পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। পরিদর্শন শেষে তিনি বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়িতে উপস্থিত সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি পর্যটকদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তা অুন্ন রাখার স্বার্থে বিজিবি সদস্যদের আরো অধিকতর আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজাহারুল হক, সিলেটে জেলার সহকারি পুলিশ সুপার নঈমুল হাসান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমূখ।
বাংলাদেশ সময়: ২১:২২:১৬ ৩৫৫ বার পঠিত