রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪

শেরপুরে নকল মবিল তৈরির কারখানা সন্ধান

Home Page » সারাদেশ » শেরপুরে নকল মবিল তৈরির কারখানা সন্ধান
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪



mobil.jpgবঙ্গ-নিউজ:শেরপুর: শেরপুরে নকল মবিল তৈরির কারখানা সন্ধান ও মাদক তৈরির বিষাক্ত স্পিরিট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১৪ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযানে রবিবার দুপুরে এসব উদ্ধার করা হয়।এ সময় অবৈধ কারখানা মালিক মো. শাহজাহান আলীকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন।

গোপন খবরে র‌্যাব-১৪ শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান মুন্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের পূর্বশেরী পাড়া মহল্লায় একটি ঘিঞ্জি এলাকায় অভিযান চালায়।

এ সময় তারা ২৩০ লিটার স্পিরিট, ৭২১ লিটার নকল মবিল এবং ১০০ লিটার সিইল উদ্ধার করে। এসব দ্রব্য বাজারজাত করার জন্য ২২০০ পিস জার, কন্টিনার ও লেবেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।

এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১৯৮২ সালের বিএসটিআই আইনের ৩০ ধারায় এবং ১৯৯০ সালের মাদক আইনের ১৯ ধারায় মো. শাহজাহান আলীকে উক্ত সাজা দেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বিষাক্ত স্পিরিট পার্শ্ববর্তী একটি ড্রেনে ফেলে নষ্ট করে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:২৪   ২৯৬ বার পঠিত