রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪

মীমাংসা রাজনৈতিক দল এবং জনগণকেই করতে হবে: মজীনা

Home Page » জাতীয় » মীমাংসা রাজনৈতিক দল এবং জনগণকেই করতে হবে: মজীনা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪



dan-w-mozena-bg20131022073814.jpgবঙ্গ-নিউজ:ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, মধ্যবর্তী নির্বাচন ইস্যুতে রাজনৈতক দলগুলোর সংলাপের ইস্যুটি বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণকেই মীমাংসা করতে হবে।রবিবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পরধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচন ও বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করার পর দাবি আদায়ে কোরবানির ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কথা জানান মজীনা।

তিনি বলেন, ‘আমি মনে করি এটা একটা অভ্যন্তরীণ বিষয়, যা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ও জনগণের মীমাংসা করা দরকার এবং কোনো এক পর্যায়ে গিয়ে তারা এটা ঠিক করবে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের জনগণ যখন তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে, তখন বাংলাদেশের সব বন্ধুই তাদের সহযোগিতায় এগিয়ে আসবে।’

বিএনপিসহ নিবন্ধিত ৪২ দলের ২৮টির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। মূলতঃ তৎকালীন সরকারি জোটের বাইরে কেউ ওই নির্বাচনে অংশ নেয়নি।

ওই নির্বাচনের পরপরই সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে অংশগ্রহণমূলক নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো আহ্বান জানায়। সরকার নিজেও ওই নির্বাচনকে নিয়মরক্ষার বলেছিল।

মজীনা বলেন, উন্নয়নের জন্য বাংলাদেশে যেসব চ্যালেঞ্জ আছে তার সমাধানও আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশেকে গণতান্ত্রিক এবং রাজনৈতিক শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়। কারণ এটা দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জন্য ভালো।

তিনি বলেন, বিনিয়োগের জন্য বিশ্বের মধ্যে বাংলাদেশই সর্বোত্তম দেশ হবে, যদি দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়। তাহলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো অভাব হবে না।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে চ্যালেঞ্জগুলো হলো- জ্বালানি সংকট, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা। এগুলো সব সমাধানযোগ্য।

তিনি বলেন, ‘বাংলাদেশের লোক প্রচণ্ড রাজনৈতিক সচেতন। এদেশের মানুষের ডিএনএ’র মধ্যে রাজনীতি রয়েছে। আমি ৬৪টি জেলায় ঘুরেছি। মানুষের সঙ্গে আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে কথা বলেছি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মাইনুল আলম, সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:১৩:২৭   ৩০৬ বার পঠিত