রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪
পাকিস্তানের সাথে আলোচনার জন্য আমি প্রস্তুত : মোদি
Home Page » বিশ্ব » পাকিস্তানের সাথে আলোচনার জন্য আমি প্রস্তুত : মোদিবঙ্গ-নিউজ:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় আলোচনার জন্য তিনি প্রস্তুত। তবে আলোচনা হতে হবে শান্তিপূর্ণ পরিবেশে। কোনো সন্ত্রাসের ছায়া সেখানে থাকা চলবে না। জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন।
মোদি বলেন, দ্বিপক্ষীয় আলোচনার জন্য পরিবেশ তৈরি করা ও এগিয়ে আসার দায়িত্ব এখন পাকিস্তানের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এর আগে কাশ্মীরে গণভোটের দাবি জানান। এ প্রসঙ্গ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নিজস্ব ইস্যুগুলো জাতিসঙ্ঘে উপস্থাপন করলেই সেগুলো সমাধানের কোনো উপায় বেরুবে না।
বিশ্বব্যাপী সন্ত্রাসের হুমকি নিয়ে উদ্বেগ জানিয়ে মোদি বলেন, নতুন আকার, নতুন নাম ধারণ করছে সন্ত্রাসবাদ। উত্তর-দক্ষিণ বা পূর্ব-পশ্চিম কোথাও ছোট-বড় কোনো দেশই এর হুমকি থেকে মুক্ত নয়। অনেক দেশ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে বলেও মন্তব্য করেন মোদি।
৩২ মিনিট দীর্ঘ বক্তব্যে মোদি বহুপক্ষীয় কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে বলেন, কোনো একটি দেশ বিশ্ব চালাতে পারে না। আমাদের সময়ের চাহিদার দিকে নজর দিতে হবে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, জাতিসঙ্ঘের মতো চমৎকার একটি প্লাটফর্ম থাকার পরও চারপাশে বিভিন্ন ‘জি’ প্লাটফর্ম গড়ে উঠেছে। জি-ফাইভ, জি-সেভেন, জি-টুয়েন্টিÑ বিভিন্ন গ্রুপের নাম বদলে চলেছে। কিন্তু আমাদের দরকার ‘জি-অল’। জাতিসঙ্ঘ এখন ৭০ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। আমাদের এখন ভাবতে হবে কিভাবে আমরা এই ‘জি-অল’ পরিবেশ তৈরি করতে পারি।
তিনি বলেন, ‘আমরা আগামী বছর ৭০ এ পা দিচ্ছি। আমাদের নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমরা ৮০ হওয়া পর্যন্ত অপেক্ষা করব? আমি মনে করি এখনই আমাদের সুযোগ।’
বাংলাদেশ সময়: ১৫:০১:০০ ৩২৩ বার পঠিত