শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪
এইচএসসি পাসের আগে মোবাইল সেট নাঃ ডেপুটি স্পিকার
Home Page » প্রথমপাতা » এইচএসসি পাসের আগে মোবাইল সেট নাঃ ডেপুটি স্পিকারবঙ্গ-নিউজঃ এইচএসসি পাসের আগে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন সেট না দেয়ার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।শুক্রবার বিকালে রাজধানীর টিসিবি ভবন মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ আয়োজিত বৌদ্ধ যুব সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, অনেক সময় মোবাইল ফোনের কারণেই ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হয়। মোবাইল ফোনের কারণে নানা ধরনের হয়রানির ঘটনাও ঘটে। এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা যেতে পারে।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবীর বিন আনোয়ার ও ব্যারিস্টার সোহরাব হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা পূর্ণ বর্ধন বড়ুয়া। স্বাগত বক্তৃতা করেন শতদল বিলু বড়ুয়া। প্রবন্ধ উত্থাপন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক জীবনানন্দ বড়ুয়া। আলোচনা করেন পরমেশ বড়ুয়া, ঋত্বিকা বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার বলেন, অতিমাত্রায় টিউশন ও কোচিংনির্ভর হওয়ার কারণে শিক্ষার্থীরা এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। আসলে ছাত্রছাত্রীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।
অনুষ্ঠানে তিন গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। এরা হলেন প্রকৌশলী জ্যোতি প্রকাশ বড়ুয়া, সরজিত বড়ুয়া রুরু ও প্রভাস চন্দ্র বড়ুয়া। এছাড়া ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএপ্রাপ্ত ছয়জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএপ্রাপ্ত সাত ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১০:০৯:৫০ ৩৯৬ বার পঠিত