শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪
ইরাকে সামরিক অভিযান প্রশ্নে রুশনারা আলীর পদত্যাগ
Home Page » প্রথমপাতা » ইরাকে সামরিক অভিযান প্রশ্নে রুশনারা আলীর পদত্যাগবঙ্গ-নিউজ ডট কম: ইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলার প্রশ্নে লেবার পার্টির অবস্থানের সঙ্গে দ্বিমত প্রকাশ করে পদত্যাগ করেছেন ব্রিটেনের ছায়া শিক্ষামন্ত্রী এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী।শুক্রবার ব্রিটেনের হাউজ অব কমন্সে এ প্রশ্নে যে ভোটাভুটি হয়, তাতে ভোট দানে বিরত ছিলেন রুশনারা আলী এমপি।
লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ডের কাছে লেখা পদত্যাগপত্রে রুশনারা আলী এমপি লিখেছেন, আইএসের যোদ্ধা যা করছে তা ভয়ঙ্ককর এবং বর্বরোচিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি নিশ্চিত নই যে এই সামরিক অভিযান স্বল্প মেয়াদে কোনো কার্যকর ফল বয়ে আনবে।
তিনি বলেন, আইএসের যা করছে তার নিন্দায় ব্রিটিশ মুসলিমরাও ঐক্যবদ্ধ। কিন্তু মুসলিম এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিশ্বাস প্রবল যে সেখানে সামরিক অভিযান বরং আরো রক্তপাত ঘটাবে।
রুশনারা আলী পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যূষিত বেথনাল গ্রিন এন্ড বো এলাকা থেকে এমপি নির্বাচিত হন। সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে তিনি বেশ দ্রুতই লেবার পার্টির সম্মুখ সারিতে চলে আসেন এবং এড মিলিব্যান্ডের শ্যাডো কেবিনেটে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
সূত্র : বিবিসি।
বাংলাদেশ সময়: ৯:৪১:১২ ৪০৩ বার পঠিত