শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪

ইউরোপে গ্যাস বন্ধ করে দেয়ার হুমকি দিল রাশিয়া

Home Page » বিশ্ব » ইউরোপে গ্যাস বন্ধ করে দেয়ার হুমকি দিল রাশিয়া
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪



russ1.jpgবঙ্গ-নিউজ ডট কম:রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেক্সান্ডার নোভাক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে পুনর্রপ্তানি অব্যাহত থাকলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে। জার্মানির বাণিজ্য বিষয়ক দৈনিক হেন্ডেলসব্লাটকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার গ্যাস নিয়ে তা আবার ইউক্রেনে রপ্তানি করছে যা গ্যাস চুক্তির লঙ্ঘন। এ পরিস্থিতি বজায় থাকলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
রুশ জ্বালানিমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে ইউরোপ যে গ্যাস চুক্তি করেছে,তাতে পুনর্রপ্তানির কথা বলা হয়নি। আমরা আশা করছি তারা চুক্তি মেনে চলবে। এটা করলেই কেবল ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ নির্বিঘ্ন থাকবে। বার্লিনে গ্যাস ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুনকরে আলোচনা শুরুর আগে এসব মন্তব্য করলেন রুশ মন্ত্রী।গ্যাস বাবদ পাওনা পরিশোধ করতে না পারায় ইউক্রেনে রপ্তানি স্থগিত করে দিয়েছে রাশিয়া। এর আগে দুই দেশ এ নিয়ে আলোচনায় বসলেও তাতে কোনো কাজ হয়নি।#

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩৯   ৩৬৭ বার পঠিত