শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪

ভাইরাস আতঙ্ক॥ ক্ষতিগ্রস্ত হতে পারে ৫০ কোটি কম্পিউটার

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ভাইরাস আতঙ্ক॥ ক্ষতিগ্রস্ত হতে পারে ৫০ কোটি কম্পিউটার
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪



virus.jpgবঙ্গ-নিউজ ডট কম:আবার ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে কম্পিউটার জগতে। এপ্রিলে আবিষ্কৃত হার্টব্লিড বাগ-এ পাঁচ লাখ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হওয়ার রেশ কাটতে না কাটতে শেলশক নামের আরেকটি ভাইরাস হানা দিতে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫০ কোটি কম্পিউটার।লিনাক্স ও অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের সফটওয়্যারের ‘ব্যাশ’ নামের এক যন্ত্রাংশে খুঁতের সুযোগ নিয়েই তাণ্ডব চালাতে তৈরি ‘শেলশক’৷ সারে ইউনিভার্সিটির কম্পিউটার নিরাপত্তা গবেষক অ্যালান উডওয়ার্ডের মতে, ‘হার্টব্লিড’ কেবল সিস্টেমের কোথায় কী আছে জেনেই ক্ষান্ত থাকে। কিন্তু শেলশক সিস্টেমের সম্পূর্ণ কর্তৃত্ব না নিয়ে থামবে না।তিনি সবাইকে সতর্ক করে বলেছেন ‘চোখ রাখুন বিভিন্ন প্রস্তুতকারকের ওয়েবসাইটের আপডেটের উপর, বিশেষ করে ব্রডব্যান্ড রাউটারের উপর।’বিশ্বের বহু সার্ভার চলে অ্যাপাশে সফটওয়্যারে যেখানে ‘ব্যাশ’ এক আবশ্যকীয় যন্ত্রাংশ, একে বলা হয় ‘কম্যান্ড প্রম্পট’। এর ফলেই বিশেষজ্ঞরা দেখছেন বিপদসঙ্কেত। আমেরিকার কম্পিউটার আপতৎকালীন দল বলেছে অবিলম্বে প্যাচ লাগানো দরকার। কিন্তু কম্পিউটার বিশেষজ্ঞরা বলেছেন, প্যাচ লাগিয়েও নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তারা আরো বলেছেন যে ভয়াবহতার নিরিখে শেলশক দশে দশ পাবে।

বাংলাদেশ সময়: ২২:২৪:৪০   ৪৬৪ বার পঠিত