শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪
চোখের দৃষ্টিতে চশমার বিকল্প মোবাইল অ্যাপস ব্যবহারের সুবিধা!
Home Page » আজকের সকল পত্রিকা » চোখের দৃষ্টিতে চশমার বিকল্প মোবাইল অ্যাপস ব্যবহারের সুবিধা!বঙ্গ-নিউজ ডট কম:
চোখের ব্যায়ামের জন্য এখন ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েড ফোন। গ্লাস অফ নামের একটি অ্যাপস ব্যবহার করে খুব সহজেই প্রত্যেক দিন চোখের ব্যায়াম করতে পারবেন। যাদের চোখে স্বল্প দৃষ্টি, মাথা ব্যাথা ও কাছের জিনিস ঝাপসা দেখার সমস্যা রয়েছে তারাও অ্যাপসটি ব্যবহার করে উপকৃত হবেন।অ্যাপসটিতে বেশ কিছু রেখা চিত্র ও অন্যান্য ফাংশনাল চিত্র ব্যবহার করা হয়েছে যেগুলোর মস্তিষ্কের ছবি প্রক্রিয়াকরণকে শক্তিশালী করার মাধ্যমে এসব সমস্যা দূর করবে।
অ্যাপসটি সপ্তাহে ১২ মিনিট করে টানা তিন মাস ব্যবহার করলে আপনাকে আর মাথা ব্যথা বা স্বল্প দৃষ্টি সমস্যার জন্য চশমা ব্যবহার করতে হবে না। অ্যাপসটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বৈজ্ঞানিকভাবে আনুষ্ঠানিক পরীক্ষায় এটি সফলভাব উৎরে গেছে। ৯০ শতাংশ ক্ষেত্রেই এর ব্যবহারকারীরা উপকার পেয়েছে।
বাংলাদেশ সময়: ২০:০৫:১৫ ৩৯২ বার পঠিত