শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪
পরীক্ষায় জালিয়াতির দায়ে ঢাবিতে আটক ২৮
Home Page » জাতীয় » পরীক্ষায় জালিয়াতির দায়ে ঢাবিতে আটক ২৮বঙ্গ-নিউজ ডট কম:ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ২৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো সুমন মিয়া, শামীম, সাব্বির, মেহেদী হাসান, তৌফিক পাঠান, শারমিন আক্তার ও সালমা আক্তার। বৃহস্পতিবার রাতে র্যাব অভিযান চালিয়ে ও আজ শুক্রবার সকালে পরীক্ষার কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. এ এম আমজাদ এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষা জালিয়াতির অভিযোগে এ পর্যন্ত ২৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ঢাবির মহসিন হলের ১০১২ নং কক্ষ থেকে সুমন মিয়া এবং আজিমপুর থেকে শামীম ও সাব্বিরসহ ১২ জনকে আটক করে। সকালে পরীক্ষা চলাকালে আজিমপুর গালস স্কুল অ্যান্ড কলেজ ও উইলস লিটল ফাওয়ার কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে ১৬ জনকে আটক করা হয়।
রাতে আটককৃত তিনজনকে ডিবির হাতে তুলে দেয়া হয়েছে। বাকিদের মধ্য থেকে ১৬ জনকে ঢাবিতে প্রক্টোরের অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪:৫১:৩০ ২৯৩ বার পঠিত