শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪
মোদির বিরুদ্ধে নিউইয়র্কের আদালতের সমন
Home Page » প্রথমপাতা » মোদির বিরুদ্ধে নিউইয়র্কের আদালতের সমনবঙ্গ-নিউজ ডট কম: মার্কিন মুলুকে পা রাখার আগ মুহূর্তে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমন জারি করেছে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। ২০০২ সালে মূখ্যমন্ত্রী থাকাকালে গুজরাটে মুসলিম নিধনে তার ভূমিকায় এ সমন জারি করা হয়েছ।
নিউইয়র্কভিত্তিক অলাভজনক মানবাধিকার প্রতিষ্ঠান আমেরিকান জাস্টিস সেন্টার এ মামলা দায়ের করে। গুজরাট দাঙ্গায় বেঁচে যাওয়া দুই ব্যক্তির পক্ষে মামলাটি পরিচালনা করছে এ সংস্থা।
মামলার একজন আইনজীবী জানান, সমন পাওয়ার ২১ দিনের মধ্যে মোদিকে জবাব দিতে হবে।
সমনে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে জবাব দিতে ব্যর্থ হলে মোদিকে ছাড়াই বিচারকাজ শুরু হবে।
উল্লেখ্য, নয় বছরের মার্কিন ভিসা নিষেধাজ্ঞা শেষে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদান এবং প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠকের ল্েয আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। নিষেধাজ্ঞা শেষে দেশটিতে পা রাখার আগেই এমন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি।সূত্র : দ্য হিন্দু
বাংলাদেশ সময়: ১৪:৪৫:৪০ ৩৮০ বার পঠিত