শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪

শপিং স্বাস্থ্যের জন্য উপকারী!

Home Page » এক্সক্লুসিভ » শপিং স্বাস্থ্যের জন্য উপকারী!
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪



shoping.jpgবঙ্গ-নিউজ ডট কম:তাইপে: হাটবাজার করা তথা শপিং করা স্বাস্থ্যের জন্য উপকারী বলে জানিয়েছেন গবেষকরা। তাইওয়ানে পরিচালিত একটি নতুন জরিপের সূত্র ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য দিয়েছে।তাইওয়ানি বিজ্ঞানীরা জানিয়েছেন, শপিং করলে জীবন দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। তারা জানান, শপিং করলে বন্ধু পাওয়া যায়। ব্যায়ামও হয় তথা ওজন নিয়ন্ত্রণে থাকে। বাজারহাট করলে সামাজিক ভাববিনিময় তো হয়ই, পাশাপাশি মানসিকভাবেও সক্রিয় থাকা যায়।

গবেষণায় আরো প্রকাশ, এক দিন বা তার চেয়েও কম শপিং করা মানুষের চেয়ে প্রতিদিন শপিং করা মানুষ দীর্ঘজীবী হয়। তারা শারীরিক বাধা ও বুদ্ধিহীনতাকেও জয় করতে পারেন। ওয়েবসাইট।

বাংলাদেশ সময়: ৯:৫৯:৪৭   ৩৫৯ বার পঠিত