শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪
আরব বণিকের সাহায্য নিয়ে আমেরিকা আবিষ্কার করেছিলেন মার্কো পলো
Home Page » এক্সক্লুসিভ » আরব বণিকের সাহায্য নিয়ে আমেরিকা আবিষ্কার করেছিলেন মার্কো পলোবঙ্গ-নিউজ: ক্রিস্টোফার কলম্বাসের ২০০ বছর আগে ইতালির নাবিক মার্কো পলো আমেরিকা পৌঁছেছিলেন বলে নতুন একটি মানচিত্রে দাবি করা হয়েছে। এটা সত্য হলে তিনিই হবে প্রথম ইউরোপিয়ান হিসেবে আমেরিকা আবিষ্কারক। সেক্ষেত্রে ক্রিস্টোফার কলম্বাসের গুরুত্ব কমে যাবে। সেইসাথে আবার প্রমাণ হবে যে আরবরা ইউরোপিয়ানদের অনেক আগে আমেরিকার খবর জানত। তাদের সাহায্যেই মার্কো পলো আমেরিকা পৌঁছেছিলেন।
ওই মানচিত্রে বলা হয়েছে, মার্কো পলো ১২০০-এর কোনো সালে আলাস্কার বেরিং প্রণালী দিয়ে অগ্রসর হয়েছিলেন।
ভেড়ার চামড়ায় আঁকা মানচিত্রটি ১৯৩০-এর দশকে আবিষ্কৃত হলেও এবারই সেগুলোকে গভীর মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা হয়েছে বলে একদল গবেষক দাবি করেছেন। ক্যালিফোর্নিয়ার সান জোসেতে বসবাসকারী এক ইতালিয়ান অভিবাসীর ট্যাঙ্কে যে ১৪টি নথি পাওয়া গিয়েছিল, এই মানচিত্রটি তার একটি।
নথিগুলো মার্কো পলোর মেয়ে বেলালা লিখেছিলেন বলে ধারণা করা হয়। এতে বলা হয় মার্কো পলো কামচাটকা পেনিনসুলায় এক সিরীয় বণিকের দেখা পান। তার সাহায্যেই উত্তর আমেরিকার বেরিং প্রণালীতে যান মার্কো পলো। তবে এই দাবি অনুযায়ী, মার্কো পলোর আগেই আরবরা আমেরিকা তথা নতুন দুনিয়া চিনত। তারা ইউরোপিয়ানদের সেখানে নিয়ে গিয়েছিল। অর্থাৎ আমেরিকা আবিস্কারক ইউরোপিয়ানরা নয়, আরবরা। কলম্বাসও এক আরব নাবিকের কাছ থেকে পাওয়া মানচিত্রের সূত্র ধরে আমেরিকা গিয়েছিলেন।
ওই সাক্ষাতে সিরীয় বণিক মার্কো পলোকে বলেছিলেন, কামচাটকা পেনিনসুলা থেকে ৪০ দিন দূরত্বে একটি ভূখ- রয়েছে।
ওই নথিতে আরো বলা হয়, সিরীয় বণিকের দেখানো পথে মার্কো পলো এগিয়ে যান। সেখানে তিনি সিলের চামড়া পরিহিত, কেবল মৎস্যভোজী মানুষের দেখা পেয়েছিলেন। তিনি আরো দেখেন, তারা ‘মাটির নিচে’ বাস করে।
বিশেষজ্ঞরা এখন এসব নথি আবার বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই দাবি সত্য হলে কলম্বাসের কৃতিত্ব ম্লান হয়ে পড়বে। কলম্বাস ১৪৯২ সালে পর্তুগাল থেকে যাত্রা করে আমেরিকায় পৌঁছেছিলেন।
ভেনিসের বণিক মার্কো পলোর ভ্রমণকাহিনী বেশ জনপ্রিয়। ১৭ বছর বয়সে তিনি বাবা ও চাচার সাথে চীন গিয়েছিলেন। সিল্ক রোডের কথা তার ভ্রমণকাহিনিতেই পাওয়া যায়। ২৪ বছর বিভিন্ন স্থান ঘুরে বিপুল সম্পদ ও খ্যাতি নিয়ে দেশে ফেরেন।
তিনি ৬৯ বছর বয়সে মারা যান। তার দুই মেয়ে ছিল। বলা হয়ে থাকে তিনি মৃত্যুশয্যায় বলেছিলেন, তিনি যা যা দেখেছেন, তার অর্ধেক কথাও বলেননি।
বাংলাদেশ সময়: ৮:৪১:৪২ ৪৫১ বার পঠিত