বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৪

আইএসের বিরুদ্ধে বিমান হামলার সমালোচনায় পুতিন

Home Page » প্রথমপাতা » আইএসের বিরুদ্ধে বিমান হামলার সমালোচনায় পুতিন
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৪



1cddf32464ceb8a21421bcb1f17314bd_xl.jpgবঙ্গ-নিউজ ডট কম: মস্কো: সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের বিমান হামলাকে রাশিয়া ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে অবিলম্বে তা বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলার প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বান জানাল।
বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়ার কোনো স্থানে হামলা চালাতে হলে ওই দেশের কাছ থেকে প্রকাশ্য অনুমোদন নিতে হবে কিংবা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অনুমতি নিতে হবে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জাতিসঙ্ঘ মহাসচিব বান কি-মুনের সাথে আলাপকালে ওই হামলার সমালোচনা করেন। তিনিও বলেছিলেন, সিরিয়া সরকারের সম্মতি ছাড়া হামলা চালানো ঠিক হয়নি।

যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা বুধবার সকাল থেকে সিরিয়ায় আইএসের লক্ষ্যস্থলগুলোর ওপর বিমান হামলা চালাতে শুরু করে। বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেনিফার সাকি বলেন, ‘আমরা সিরিয়ারকে হুঁশিয়ার করে দিয়েছি যে মার্কিন বিমান যদি সিরীয় ভূখন্ডের অভ্যন্তরে আইএসের অবস্থানে হামলা চালায়, তবে তাতে সিরিয়া যেন বাধা না দেয়।’

তিনি বলেন, আমরা সিরিয়া সরকারের অনুমতি চাননি। আমরা সিরিয়া সরকারের সাথে আমাদের কর্মসূচির কোনো সমন্বয় করিনি। সিরিয়ার সামরিক বাহিনীর সাথে আমাদের সামরিক বাহিনীর কোনো যোগাযোগ নেই। আমরা আমাদের সময় ও লক্ষ্যস্থল সম্পর্কে তাদের কিছু বলিনি।সূত্র : মিডলইস্ট মনিটর।

বাংলাদেশ সময়: ২২:৩১:৩৮   ৪৪৪ বার পঠিত