বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৪
এরশাদের দেশ ছেড়ে যাবার চ্যালেঞ্জ
Home Page » জাতীয় » এরশাদের দেশ ছেড়ে যাবার চ্যালেঞ্জবঙ্গ-নিউজ ডট কম:ঢাকা: মুক্তিযুদ্ধের সময় তার দেশে আসা ও কোনো আদালতের বিচারক হওয়ার বিষয়টি কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেয়া এমনকি দেশ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এ-ও বলেছেন, একাত্তরে দেশে থাকলে তিনি জীবনবাজি রেখে যুদ্ধ করতেন।
চীন সফর শেষে বৃহস্পতিবার বিকালে দেশে ফিরে এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।
বিবৃতিতে এরশাদ বলেন,
“আমি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি যে, কিছু কিছু মহল আমার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সময়ে ভূমিকা নিয়ে মিথ্যা, বানোয়াট এবং কল্পনাপ্রসূত তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
“এই মহলটি কুখ্যাত গোয়েবলসের ফর্মুলা অনুসরণ করে বলতে চায় যে, মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীতে থাকাকালে আমি নাকি পাকিস্তান থেকে ছুটিতে বাংলাদেশে এসেছি এবং কোনো এক কল্পিত আদালতের বিচারক ছিলাম। আমি এই ধরনের জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরো বলেন, “বাংলাদেশের মহান স্বাধীনতা আমার বুকের লালিত স্বপ্ন। দুর্ভাগ্য, সেই স্বাধীনতাযুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারিনি। কারণ, যুদ্ধ শুরুর মাত্র এক মাস আগে তৎকালীন পশ্চিম পাকিস্তানে আমাকে পোস্টিং দেয়া হয়েছিল। যদি দেশে থাকতাম, তাহলে জীবনবাজি রেখেই স্বাধীনতার জন্য যুদ্ধ করতাম।”
বাংলাদেশ সময়: ২২:১৩:৩০ ৩৩৩ বার পঠিত