বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৪

মুকেশ আম্বানি আবারো ভারতের শীর্ষ ধনী

Home Page » বিশ্ব » মুকেশ আম্বানি আবারো ভারতের শীর্ষ ধনী
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৪



mukesh.jpgবঙ্গ-নিউজ ডট কম:পরপর আট বছর। এ বারও ভারতের শীর্ষ ধনী ব্যক্তির তকমা পেলেন মুকেশ আম্বানি। ‘ফোর্বস’ পত্রিকায় যে ১০০ জন ভারতীয় ধনকুবেরের নাম প্রকাশিত হয়েছে, তার শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।
‘ফোর্বস’ পত্রিকা জানাচ্ছে, মুকেশ আম্বানির মোটা সম্পদের পরিমাণ ২৩৬০ কোটি ডলার। রিলায়েন্সের শেয়ার গত কয়েক মাসে ভালো দাম পাওয়ায় ফুলেফেঁপে উঠেছেন তিনি। ‘ফোর্বস এশিয়া’-র ভারতীয় সংস্করণের সম্পাদক নাজনিন কারমালি বলেন, ‘২০১৪-তে মলিন ছবিটা উজ্জ্বল হয়েছে। নতুন সরকার এতটাই শিল্পবান্ধব যে, বড় বড় শিল্পগোষ্ঠীর শেয়ার কিনতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। তাই বেড়েছে সম্পদের পরিমাণ।’
প্রথম দশে থাকা শিল্পপতিরা হলেন
১. মুকেশ আম্বানি (২৩৬০ কোটি ডলার), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
২. দিলীপ সাংভি (১৮০০ কোটি ডলার), সান ফার্মাসিউটিক্যালস
৩. আজিম প্রেমজি (১৬৪০ কোটি ডলার), উইপ্রো
৪. পালোনজি মিস্ত্রি (১৫৯০ কোটি ডলার), শাপুরজি পালোনজি
৫. লক্ষ্মী মিত্তল (১৫৮০ কোটি ডলার), আর্সেলর মিত্তল
৬. শ্রীচাঁদ হিন্দুজা ও গোপীচাঁদ হিন্দুজা (১৩৩০ কোটি ডলার), হিন্দুজা গোষ্ঠী
৭. শিব নাদর (১২৫০ কোটি ডলার), এইচসিএল
৮. আদি গোদরেজ (১১৬০ কোটি ডলার), গোদরেজ
৯. কুমারমঙ্গলম বিড়লা (৯২০ কোটি ডলার), আদিত্য বিড়লা গোষ্ঠী
১০. সুনীল মিত্তল (৭৮০ কোটি ডলার), ভারতী এয়ারটেল।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:০৮   ৬৪১ বার পঠিত