শনিবার, ১১ মে ২০১৩
হেফাজতের ১৩ দফার প্রতিবাদে নারী সমাবেশ
Home Page » সারাদেশ » হেফাজতের ১৩ দফার প্রতিবাদে নারী সমাবেশবঙ্গ-নিউজ ডটকমঃ হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতিবাদে রাজধানীর তোপখানা রোডে সমাবেশ করবে নারীরা।শনিবার বেলা ৩টায় প্রতিবাদী নারী গণসমাবেশ-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
‘অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই’- এই দাবিতে গত ২৭ এপ্রিল এই সমাবেশ হওয়ার কথা ছিল। সাভারে ভবন ধসে পোশাক শিল্পের হাজারো শ্রমিক হতাহতের ঘটনায় সমাবেশটি স্থগিত করা হয়। পরে ৯ মে ওই সমাবেশ করার ঘোষণা দিলেও এদিন ১৮ দলের হরতাল কর্মসূচি থাকায় মঙ্গলবারের বৈঠকে তা পিছিয়ে শনিবার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজকদের একজন সুপ্রীতি ধর জানান, দেশের ৮০টি নারী সংগঠন ছাড়াও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন, শ্রমিক সংগঠন ও সাধারণ নারীরা তাদের সাথে এখন একাত্ম। তাই মৌলবাদী চক্রের দাবি মানার কোনো সুযোগ নেই।
গত ৫ এপ্রিল মতিঝিলে সমাবেশ করে ১৩ দফা দাবি উপস্থাপন করে হেফাজতে ইসলাম। ১৩ দফার চার নম্বর দাবিতে বলা হয় “ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।”
এছাড়া ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করারও দাবি জানায় সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৩:১৯:৩৫ ৫৫৭ বার পঠিত