বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪
প্লট বরাদ্দে দুর্নীতি সাবেক দুদকের জিজ্ঞাসাবাদ
Home Page » জাতীয় » প্লট বরাদ্দে দুর্নীতি সাবেক দুদকের জিজ্ঞাসাবাদবঙ্গ-নিউজ:নিজস্ব প্রতিবেদক-আল রিআন
প্লট বরাদ্দে দুর্নীতির তদন্তে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. ইকরামুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়।
দুদক সূত্র জানায়, এর আগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান গোলাম নবীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আরো অন্তত ১৫ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। গতকাল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান এটিএম আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল) আবদুল ওয়াহেদ জোয়ার্দারকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে নির্দেশ দেয়া ছিল। কিন্তু অন্যরা হাজির হতে পারেননি।
উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে (একাংশ) বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। এতে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে গত ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করে দুদক।
বাংলাদেশ সময়: ১৩:২১:০৩ ৩৩০ বার পঠিত