বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪
পূজা উদযাপন পরিষদের দূর্গাপূজায় তিন দিনের ছুটির দাবী ……….
Home Page » আজকের সকল পত্রিকা » পূজা উদযাপন পরিষদের দূর্গাপূজায় তিন দিনের ছুটির দাবী ……….তমালসাহাঃনিজস্ব প্রতিবেদক,বঙ্গ-নিউজডটকমঃসনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হিন্দু ফাউন্ডেশন গঠন ও দূর্গাপূজায় তিন দিন সরকারী ছুটির দাবী জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। আসন্ন শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে গড়ে ওঠেনি হিন্দু ফাউন্ডেশনের মতো জাতীয় কোন প্রতিষ্ঠান। এছাড়াও বাজেটে তীর্থ যাত্রার জন্য কোনো বরাদ্দ নেই।তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাতিল করে ইসলামিক ফাউন্ডেশনের অনুরূপ হিন্দু ফাউন্ডেশন গঠন এবং বাজেটে তীর্থ যাত্রার জন্য অর্থ বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
দূর্গাপূজায় তিন দিন সরকারী ছুটির পাশাপাশি এই সময়ে বঙ্গভবন, গণভবন, নগরভবনসহ সকল গুরুত্বপূর্ণ সরকারী ভবনে আলোকসজ্জা এবং পূজার দিনগুলোতে দেশের সকল কারাগারগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ স্লোগান নিয়ে এ বছর রাজধানীতে ২১৬টিসহ সারাদেশে ২৮ হাজার ৪৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ছুটির দাবি করে পূজা উদযাপনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, পানি এবং নিরাপত্তার জন্য সরকারের প্রতি তিনি অনুরোধ জানান।সংবাদ সম্মেলনে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্যের মধ্যে পরিষদের সহ-সভাপতি সাবিত্রি ভট্টাচার্য, মঞ্জু ধর, মিলন দত্ত, উপদেষ্টা অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, স্বপন কুমার সাহা, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হিন্দ-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি, যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:৪৮:৫৯ ৩৭৬ বার পঠিত