বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪
কলমাকান্দায় বন্যা পরিস্থিতির অবনতিঃ ৪০ হাজার লোক পানিবন্ধী
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় বন্যা পরিস্থিতির অবনতিঃ ৪০ হাজার লোক পানিবন্ধীফখরুল আলম খসরুঃকলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। অবিরাম বৃষ্টি, গারো পাহাড় থেকে নেমে আসা অথৈই প্রবাহমান পানি ও সুসং দূর্গাপুরের সুমেশ্বরী নদীর আত্রাখালী খালের বেরীবাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে প্রবল পানির স্রোত প্রবাহে উপজেলার ৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানির প্রবল তোড়ে বিভিন্ন রাস্তা, ব্রীজ ও কালভার্ট ভেঙ্গে গেছে। আন্তঃইউনিয়ন যোগাযোগ বিছিন্ন রয়েছে। সকল বাড়ী ঘর, শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। এছাড়া রোপিত রবি ও আমন ফসল ৪/৫ ফুট পানির নিচে রয়েছে। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে ৩৬৫০টি পুকুরের মাছ ভেসে গেছে। কৃষি বিভাগ জানান, চলমান বন্যায় ১৯৭২৬ হেক্টর রবি শস্য ও রোপিত আমন ফসল সম্পূর্ন ধ্বংস হয়ে গেছে। উপজেলার ৮টি ইউনিয়নের কমপক্ষে ৪০ হাজার লোক পানিবন্ধী রয়েছে। নেত্রকোণা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাহাঙ্গীর হোসেন ব্যাপক ভাবে দূর্গত এলাকা পরিদর্শন ও পানিবন্ধী লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। মাঠ পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যগণ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দূর্গত লোকজনের জন্য জেলা প্রশাসন ১০ মেঃটন চাউল বরাদ্দ করেছেন। উল্লেখ্য স্থানীয় ভাবে কর্মরত এনজিওদের কোন তৎপরতা দেখা যাচ্ছে না। উক্ত সংবাদ লিখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ০:২৭:১৪ ৩৩৩ বার পঠিত