বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪
দুর্গাপুরে হঠাৎ বন্যা, ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা।
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে হঠাৎ বন্যা, ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা।তমালসাহাঃনিজস্ব প্রতিবেদক,বঙ্গ-নিউজডটকমঃ ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর দুকুল ছাপিয়ে উপজেলার ৭ টি ইউনিয়নের দুইশতাধিক গ্রাম সহ দুর্গাপুর পৌরসভা প্লাবিত হয়েছে।
টানা বর্ষন অব্যাহত রয়েছে সোমবার সকাল থেকে পানি বাড়তে শুরু করলে গ্রামগুলোর বাড়ীঘরে পানি ঢোকে পড়ায় বানবাসী মানুষেরা দুর্ভোগ পোহাচ্ছেন। কলাগাছের ভেলা নৌকা সহ যে যে ভাবে পাড়ছেন পোশা প্রাণিসহ নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে।
মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস,জেলা প্রশাসক ড.তরুন কান্তি শিকদার, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,মেয়র শ,ম, জয়নাল আবেদীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে উপজেলা প্রশাসন জরুরী ভিত্তিতে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছেন। বানবাসীদের উদ্ধার কাজে সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় পুলিশ প্রশাসনকে মোতায়েন করা হয়েছে।
এদিকে দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের লোকমান মিয়া,ইসমাইল মিয়া, বাবুল মিয়া ও কুদ্দুছ মিয়ার বাড়ী সহ বাঁধ ভেংগে সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নলুয়াপাড়া, গোপালপুর, ভবানীপুর, মেনকীফান্দা,মাসকান্দা,চন্দ্রকোণা মায়ানগর,শ্যামনগর ,গাঁওকান্দিয়া,ভাদুয়া,দক্ষিণ ভবানীপুর, বারইপাড়া,চৈতটি,কুল্লাগড়া, কামারখালী, সনারকান্দা,খুজিগড়া, ডাকুমারা,বিপিনগঞ্জ,শিবগঞ্জ বাজার ,বিরিশিরি, দাখিনাইল, করুনিয়া, গাভীনা, সাগরদিঘীরপাড়,শাখাইত,কাপাসাটিয়া,খালিশাপাড়া, কাকরাকান্দা,কাকৈরগড়া,ঝাঞ্জাইল বাজার,নগুয়া,তাতিরকোনা,লক্ষীপুর,কৃষ্ণেরচর, বাকলজোড়া,কেট্রা,গুজিরকোনা,রামনগর,নাগেরগাতী,কুমুদগঞ্জ বাজার, কেরনখলা, গোহালিয়াকান্দা,ফেচিয়া,সাতাশী,মেলাডহর,দশাল,ঠাকুরবাড়ীকান্দা, মুজিবনগর,চরমুক্তারপাড়া, দক্ষিণপাড়া,মুক্তারপাড়া,তেরীবাজার,উকিলপাড়া, বাগিচাপাড়া সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট,কালভার্ট,বাঁধ এর ব্যাপক ক্ষতি সহ , ৪ হাজার হেক্টর ফসলিজমি পানির নীচে তলিয়ে গেছে, এছাড়া উপজেলার ৯০ শতাংশ পুকুরের মাছ পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। উপজেলার ২শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ২৫০ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।স্থানীয় সংসদ সদস্য , জেলা প্রশাসক, সেনবাহিনী ও বিজিবির মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরন করছেন।
বাংলাদেশ সময়: ০:০৪:৫৪ ৪২৬ বার পঠিত