মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪

ফেনীতে বোমা বিষ্ফোরণে ঝলসে গেছে এক শিশু

Home Page » সংবাদ শিরোনাম » ফেনীতে বোমা বিষ্ফোরণে ঝলসে গেছে এক শিশু
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪



feni.jpgবঙ্গ-নিউজ ডট কম:ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর গ্রামে সোমবার দুপুরে বোমা বিষ্ফোরণে ঝলসে গেছে নূর আলম নামের সাত বছরের এক শিশু।
তার বাবার রাখা বোমায় তার এ করুণ পরিণতি বলে অভিযোগ উঠেছে।
শিশুটি ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নূর আলম আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ফেনী সদর হাসপাতালে পাঠায়।
মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু নুর আলম যন্ত্রণায় কাতরাচ্ছে। পাশে তার বৃদ্ধ নানী। নুর আলম জানায়, সে বাড়ির পাশের জমিতে গরু বেধে পাহারা দিচ্ছিল। এসময় প্রতিপক্ষ আজিজ হুজুরের ছেলে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বিকট বিষ্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। আজিজ হুজুরের সাথে নুর আলমের বাবা নুর ইসলামের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
হাসপাতালে অবস্থানকালীন সময়ে নুর ইসলাম জানান, আজিজ হুজুরের লোকজন প্রাণে মেরে ফেলার উদ্দেশে তার ছেলেকে বোমা মেরেছে। অন্যদিকে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে সাজানো মামলা করছে।

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৩   ৩৪৭ বার পঠিত