মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪
রাজধানীর ১১ পয়েন্টে কোরবানির পশু পরীক্ষার উদ্যোগ
Home Page » প্রথমপাতা » রাজধানীর ১১ পয়েন্টে কোরবানির পশু পরীক্ষার উদ্যোগবঙ্গ-নিউজ ডট কম: কোরবানির পশুর দেহে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান আছে কি-না তা পরীক্ষা করার জন্য রাজধানীর ১১টি পয়েন্টে পরীক্ষা করে দেখার উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণ বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনার আগেই এ ব্যবস্থা নিলো মন্ত্রণালয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আলি নুর জানান, মানবদেহের জন্য কোনো ক্ষতিকর পশু কোরবানির হাটে যেন বিক্রি না হয় সেজন্য রাজধানীর ১১টি পয়েন্টে, প্রতিটি জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ হাটগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে মেডিকেল টিম।
উল্লেখ্য, কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণ ও পশুর শরীর পরীক্ষায় রাজধানীর কোরবানির হাটে চিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রিটে মোট নয়জনকে বিবাদী করা হয়।
জনস্বার্থে একটি মানবাধিকার সংগঠনের পক্ষে এ রিটটি দায়ের করা হয়।
রিট আবেদনে মাত্রাতিরিক্ত মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার বন্ধে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধ ওষুধ ব্যবহার বন্ধে কার্যকর নির্দেশনা কেন দেয়া হবে না সে ব্যাপারে নির্দেশনা চাওয়া হয়।
রিট আবেদনে ক্ষতিকর ওষুধের মাধ্যমে মোটাতাজাকরণ পশু কোরবানির হাটে প্রবেশে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবীর দাবি, স্বল্পমূল্যে রোগা, অসুস্থ গরু কিনে বাড়িতে দুই থেকে তিন মাস বেঁধে রেখে অধিক লাভের আশায় ভারতীয় পারকোটিন, থাইল্যান্ডের মাইকোডিন ও ডেক্সাউইনের পাশাপাশি ভারত থেকে অবৈধভাবে আনা স্বল্পমূল্যের ট্যাবলেট গবাদিপশুকে খাওয়ানো হচ্ছে, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বাংলাদেশ সময়: ১৮:০১:২৮ ৩৫৩ বার পঠিত