মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪

২ দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় জয়পুরহাট

Home Page » সারাদেশ » ২ দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় জয়পুরহাট
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪



joypurhat_bonnadd.jpgবঙ্গ-নিউজ: জয়পুরহাটে দুই দিনের ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে আমন ধানের ক্ষেত ও অধিকাংশ রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে।এছাড়াও শহর ও গ্রামের অনেক শিক্ষা-প্রতিষ্ঠান ও অফিস আদালতে পানি ঢুকে পড়ায় নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত ঘটছে।

জয়পুরহাট পৌর শহরে পরিকল্পিত ভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহর ও জয়পুরহাট-বগুড়া সড়কের পল্লী বিদ্যুৎ এবং থানার পশ্চিম পার্শ্বের প্রধান সড়কে জমে গেছে হাঁটু পানি। ফলে পানির ভেতর দিয়েই চলাচল করছে বিভিন্ন যানবাহন।

এদিকে, শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক ঘরবাড়ি সহ কিছু কিছু অফিসে পানি ঢুকে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষদের। এছাড়াও কোনো কোনো এলাকায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না।

এ বিষয়ে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খোরশেদ আলম বলেন, জলাবদ্ধতার কারণে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম পরিস্থিতি জানতে সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। -

বাংলাদেশ সময়: ১৪:১৪:০২   ৩৩৫ বার পঠিত