মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪
ভারতের মহাকাশযান মঙ্গলায়নের সফল পরীক্ষা
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ভারতের মহাকাশযান মঙ্গলায়নের সফল পরীক্ষাবঙ্গ-নিউজঃভারতের মহাকাশযান মঙ্গলায়ন আগামীকাল বুধবার দিনের প্রথম ভাগেই গ্রহটির কক্ষপথে প্রবেশ করতে যাচ্ছে। এ লক্ষ্যে মহাকাশযানের মূল ইঞ্জিনটি চার সেকেন্ডের জন্য পুনরায় চালু করে পরীক্ষা করে দেখেছে মাহাকাশযানটির নিয়ন্ত্রক ভারতের মাহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। পরীক্ষাটি সফলও হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা আড়াইটায় পরীক্ষাটি চালানো হয়। তবে ভারতের গবেষকদের এর ফলাফল নিশ্চিত হতে প্রায় ১২ মিনিট অপেক্ষা করতে হয়েছে। কারণ মহাকাশযানটি থেকে তথ্য ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত নিয়ন্ত্রণকেন্দ্রে পৌঁছাতে ২২ কোটি কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। এতে সময় লেগেছে ৭৪০ সেকেন্ড। গত বছরের ডিসেম্বরে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করার পর থেকে গতকাল পর্যন্ত প্রায় ৩০০ দিন মহাকাশযানের মূল ইঞ্জিনটি চালানো হয়নি। তবে ইঞ্জিনটি স্বাভাবিক আছে বলে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১২:২১:৪৮ ৩৪১ বার পঠিত