মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪

লাদাখে ভারতীয় সেনারা পিছু হটল

Home Page » বিশ্ব » লাদাখে ভারতীয় সেনারা পিছু হটল
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪



_army_in_ladakh.JPGবঙ্গনিউজ-চীনা সেনাদের কথিত আগ্রাসনের মুখে ভারতীয় সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। লাদাখের চুমুরের একটি এলাকায় তিন দিন আগে এ ঘটনা ঘটেছে বলে আজ(মঙ্গলবার) ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যম খবর দিয়েছে। এতে ভারতীয় সেনাদের এ ভাবে পিছু হটাকে কৌশলগত পশ্চাদপসরণ বলে অভিহিত করা হয়েছে।নয়াদিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ খবরে বলা হয়েছে, চীনা সেনাদের অব্যাহত আগ্রাসী আচরণে ভারতীয় সীমান্তের দুই কিলোমিটার ভেতরে পিছিয়ে যায় ভারতীয় সেনারা। নয়াদিল্লির সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে আরো বলা হয়েছে, তুলনামূলক ভাবে ওই এলাকায় চীনা সেনাদের শক্তি অনেক বেশি থাকায় কৌশলগত পশ্চাদপসরণ করতে বাধ্য হয় ভারতীয় সেনারা।

অবশ্য বাড়তি সেনা পাঠানোর পর ভারতীয় বাহিনী তাদের অবস্থান বজায় রাখতে পেরেছে বলে জানানো হয়েছে। লাদাখ থেকে তিনশ’ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত চুমুর এলাকায় এক হাজারের বেশি ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। গত ১০ দিনের বেশি সময় ধরে এ এলাকায় চীনের গণ মুক্তি ফৌজের সেনারা ভারতীয় এলাকার ভেতরে ঢুকে অবস্থান নিয়ে আছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিচ্ছে।

এদিকে, লাদাখ সীমান্তের অচলাবস্থাকে কেন্দ্র করে ভারতীয় সেনাপ্রধান জেনারেল দালবীর সিং সুহাগ পূর্ব নির্ধারিত চার দিনের ভুটান সফর বাতিল করে দিয়েছেন। গতকাল থেকে এ সফর শুরু হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১০   ৩৮০ বার পঠিত