সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪

ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৭৮.০৬ শতাংশ

Home Page » শিক্ষাঙ্গন » ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৭৮.০৬ শতাংশ
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪



nubd.jpgবঙ্গ-নিউজ:জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল আজ সোমবার রাত ৮টা প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৭৮.০৬ শতাংশ।

১ম, ২য় ও ৩য় বর্ষ মিলে এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৭৬ হাজার। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ৫৪ হাজার। চলতি বছরের মার্চ মাসে পরীক্ষা শুরু হয়ে মে মাসে শেষ হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে ,এ ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd, www.nubd.info এবং যেকোনো মোবাইল থেকে জানা যাচ্ছে।

মোবাইলে ফল জানতে ম্যাসেজ অফশনে গিয়ে NU লিখে স্পেস দিয়ে DEG লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে ১৬২২২ অথবা ৪৬৩৬ নম্বরে send করতে হবে। এর পরপরই ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১:১০:৩৪   ৩৫৭ বার পঠিত