সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪

গণ মানুষের কবিতা-আল রিআন

Home Page » সাহিত্য » গণ মানুষের কবিতা-আল রিআন
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪



gono-manush.jpg

 

আমি লিখি গণ মানুষের কবিতা
অর্থের ব্যবধানে থাকবেনা কোন স্বার্থপরতা।
সকলে করিব সকলকে সম্মান
পরানে বাধিয়া রাখিব পরান
পৃথিবীর সবাই মানুষ, আছে যত গরিব ধনী
রাজা প্রজা চাষা ভূষা একে অন্যের কাছে চির ঋণী
আমি লিখি গণ মানুষের কবিতা
আমার চোখে,জমিদার-কামার সবাই মানুষ নামের মিতা।
সবাই সবার বন্ধু কেহ নয় কারো শত্র”
শুধু মাত্র একে অন্যের শিষ্য-গুরু।
সবাইকে পরান ভরে ভালবেসে যাব–
এ দেহে থাকবে যতদিন প্রাণ
কামার,কুমার,জেলে,তাঁতি,শ্রমিক,চাষা
ওরা আমর রক্তের ভাই বন্ধু স্বজন অতি আপন জন
একই বিধাতার সৃষ্টি আমরা এক মায়ের সন্তান
প্রত্যেকের জন্য থাকবে প্রত্যেকের হৃদয়ে আকুল টান
আমরা সবাই একই সুতায় গাঁথা —
যেন একটি ফুলের মালা। সুখে দুখে থাকব মিশে
একে অন্যকে ভালবেসে
পরানে জড়িয়ে রাখিব পরান
বংশ আর কর্ম যাই হোক সবাই আমার ভাইয়ের সমান।

বাংলাদেশ সময়: ২০:২০:১২   ৫১১ বার পঠিত