সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪
চুয়াডাঙ্গায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫, আটক ৩
Home Page » জাতীয় » চুয়াডাঙ্গায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫, আটক ৩বঙ্গ-নিউজ ডট কমঃ চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালের সমর্থনে সোমবার বেলা ১১টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে মিছিল বের করার চেষ্টা করেন বিএনপিসহ জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।
এদিকে, নাশকতার চেষ্টাকালে ঘটনাস্থল থেকে পুলিশ এসময় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুজ্জামান পিন্টু, যুবদল কর্মী সাইদ হোসেন ও ছাত্রদল নেতা তৌহিদুজ্জামান তৌহিদকে আটক করে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কামরুজ্জামান জানান, হরতাল চলাকালে শহরে নাশকতা ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করায় তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:১৮:০৫ ৩৪৬ বার পঠিত