সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪
লাদাখে ১৫ ব্যাটালিয়ন ভারতীয় সেনা মোতায়েন
Home Page » বিশ্ব » লাদাখে ১৫ ব্যাটালিয়ন ভারতীয় সেনা মোতায়েনবঙ্গনিউজ-চীনা বাহিনীর অনুপ্রবেশের অভিযোগের জের ধরে ভারত পূর্বাঞ্চলের লাদাখের উচ্চভূমিতে ১৫ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে বলে রোববার খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনীর ‘রিজার্ভ ইউনিটগুলোকে’ সতর্ক রাখা হয়েছে।
খবর অনুযায়ী, চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য ভারতীয় সেনাবাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে।
সম্প্রতি দুই সেনাবাহিনী তিনবার ফ্ল্যাগ মিটিংয়ে মিলিত হলেও কোনো সমাধান হয়নি বলে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। ফলে চুমার ও দেমচক সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে।খবরে বলা হয়েছে, চুমারে আগে থেকেই ৩৫ জনের মতো চীনা সৈন্য ঢুকে অবস্থান করছিল। শনিবার সেখানে আরো ৫০ সদস্য প্রবেশ করে। চীনা সেনা সদস্যরা দ্রুত ভারতীয় বাহিনীর বিপরীতে অবস্থান গ্রহণ করে। চীনা হেলিকপ্টারগুলোও নিয়মিত টহল দিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।
স্থানটি লাদাখ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।
সূত্র : জি নিউজ।
বাংলাদেশ সময়: ৯:২১:৪৩ ৩২৪ বার পঠিত