রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪

ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে সংঘর্ষ, নিহত ১

Home Page » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে সংঘর্ষ, নিহত ১
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪



narsing.jpgবঙ্গনিউজ-ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি উপ-নির্বাচনে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে কমপক্ষে ৪০জন আহত হয়েছে।জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের উপ-নির্বাচন চলার সময় দুপুর আড়াইটার দিকে পেটুয়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাটিরপাড়ার চেয়ারম্যান প্রার্থী হামদু মিয়া ও পেটুয়াজুড়ি গ্রামের চেয়ারম্যান প্রার্থী শাহআলম সমর্থকদের মধ্যে জাল ভোট দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। তাদের নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। পুলিশের গুলিতে সাটিরপাড়ার বাবুল মিয়া (৩২)সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। এ সময় আরো ২০ জন আহত হয়।

বাবুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে তার নিহত হবার খবরে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সদর উপজেলার মাছিহাতায় ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে দখলের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়।

সহকারী পুলিশ সুপার তাপন রঞ্জন ঘোষ জানান, কাছাইট গ্রামের চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মুন্সীর সমর্থকরা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করে সিল মারছে এমন খবর পেয়ে আটলা গ্রামের আরেক প্রার্থী আল আমিনুল হক পাভেলের সমর্থকরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে গেলে ফসলী জমিতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ অর্ধশত রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২২:৩৪:১৬   ৩২০ বার পঠিত