রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪
বিএনপি কার্যালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণ
Home Page » জাতীয় » বিএনপি কার্যালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণবঙ্গনিউজ-২০ দলের হরতালের আগের সন্ধ্যায় রাজধানীতে বিএনপির কার্যালয়ের পাশে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।পল্টন থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ জানান, ফাঁকা জায়গায় হাতবোমাগুলো ফাটানো হয়েছে।
তিনি বলেন, “বিএনপির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে আনন্দ ভবনের পাশে এই বিস্ফোরণ ঘটানো হয়।”
বিএনপি কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পরিদর্শক তোফায়েল জানিয়েছেন।
ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ছাড়াও প্রিজন ভ্যান, জলকামান, রায়ট কার রাখা হয়েছে।
কার্যালয়ে ঢুকতে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হচ্ছে নেতাকর্মীদের।
তবে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক দিয়ে যান চলাচল স্বভাবিক রয়েছে।
“এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে,” বলেন পুলিশ কর্মকর্তা তোফায়েল।
সংসদকে উচ্চ আদালতের বিচারকদের সরানোর ক্ষমতা দিয়ে সংবিধান সংশোধনের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
তাদের হরতাল শুরুর আগ পর্যন্ত রয়েছে বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামীর হরতাল।
যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে গত বৃহস্পতি ও রোববার দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল করছে জামায়াত।
বাংলাদেশ সময়: ২১:৪১:২৭ ৩০১ বার পঠিত