রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪

ছুঁরি হাতে হোয়াইট হাউজের দেয়াল টপকালো মধ্যবয়সী

Home Page » প্রথমপাতা » ছুঁরি হাতে হোয়াইট হাউজের দেয়াল টপকালো মধ্যবয়সী
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪



white-house-photo.jpgবঙ্গ-নিউজ-ঘটনাটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলের। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার জন্য বের হচ্ছিলেন।তাকে ঘিরে ছিলেন এক দল নিরাপত্তা বাহিনী। তারা প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করার কোনো ত্রুটি রাখেননি। কিন্তু ঠিক ওই সময়ই কেমন করে যেন এক মধ্যবয়সী ব্যক্তি হোয়াইট হাউজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলেন।

কিছুক্ষণের জন্য সবাই একটু বিচলিত হলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু বিন্দুমাত্র কালক্ষেপন করেননি। সিক্রেট সার্ভিসের প্রধান সাথে সাথেই ধরে ফেললেন ওমর জে গঞ্জালেজ নামের ওই ব্যক্তিকে। প্রেসিডেন্ট ও তার পরিবারের কোনো ক্ষতি করতে পারেনি ওই ব্যক্তি।

সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানান হয়, ৪২ বছর বয়সী গঞ্জালেজের হাতে একটি ছুঁরি ছিল। তবে তিনি কি কারণে হোয়াইট হাউজের ভেতর প্রবেশ করেছেন তা জানা যায়নি।

হোয়াইট হাউজের মুখপাত্র ফ্রাঙ্ক বেনিনাতি বলেন, এ ঘটনার পরও কিন্তু ওবামা বেড়াতে যেতে চেয়েছিলেন। কারণ তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন যে, তার নিরাপত্তা বাহিনী তাকে কিছু হতে দিবে না।

অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসের ডিরেক্টর জুরিয়া পিয়ারসন হোয়াইট হাউজের উত্তরাংশে নিরাপত্তা জোরদার করেন। গঞ্জালোকে আগামী মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

কিন্তু তারপরও যেন কিভাবে শনিবার আরেকজন হোয়াইট হাউজের ভেতর প্রবেশ করার চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনীর কোনো কথাই শুনতে চাননি তিনি। গাড়ি নিয়ে ভেতরে প্রবশে করতে চান তিনি।

সিক্রেট সার্ভিস জানায়, দ্বিতীয় ব্যক্তিটির গাড়ি তল্লাশি করা হয়েছে। কিন্তু কিছু পাওয়া যায়নি। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে বলে মনে হচ্ছে না।

সূত্র : হাফিংটন পোস্ট

বাংলাদেশ সময়: ১২:২০:০০   ২৭৪ বার পঠিত