রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪
জামায়াতের হরতাল আজ
Home Page » জাতীয় » জামায়াতের হরতাল আজবঙ্গ-নিউজ- জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সারা দেশে ডাকা জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের হরতাল শুরু হবে আজ রোববার। সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়ে চলবে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত।
গত বুধবার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় দেন আদালত। ওই দিন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেন। প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করে জামায়াত। এরপর সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার দোয়াদিবস এবং গতকাল শনিবার সারা দেশে বিক্ষোভ করেন তারা। আজ আবার তাদের ২৪ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। তবে বাংলাদেশ ল’ টাইমস আয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ‘ল অন ভিসা অ্যান্ড ক্যাপিটাল পানিসমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে যোগ দেয়ার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক আইনজীবী ও অতিথিদের যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়ি, হজযাত্রীদের পরিবহনের গাড়ি, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, সংবাদপত্র, টিভি চ্যানেল ও সাংবাদিকদের গাড়ি, গ্যাস, বিদ্যুৎ ও ফায়ার ব্রিগেডের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াত গতকাল এক বিবৃতিতে জানিয়েছে।
বাংলাদেশ ল টাইমসের সেমিনার হরতালের আওতা মুক্ত
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে আন্তর্জাতিক সেমিনারের জন্য হরতাল আংশিকভাবে শিথিল রাখার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশ ল টাইমস আয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে আজ রোববার সকাল ১০টা থেকে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। ‘ল’ অন ভিসা অ্যান্ড ক্যাপিটাল পানিসমেন্ট’-এর ওপর এ সেমিনারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের আইনজীবী ও গুরুত্বপূর্ণ অতিথিরা অংশগ্রহণ করবেন। এ সেমিনার ও সেমিনারে আগত মেহমানদের যাতায়াতের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ৭:২৬:১১ ২৩০ বার পঠিত