শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪
চীনা প্রেসিডেন্টকে ‘ইলেভেন’ বলার ভুলে চাকরি গেল সংবাদকর্মীর
Home Page » বিশ্ব » চীনা প্রেসিডেন্টকে ‘ইলেভেন’ বলার ভুলে চাকরি গেল সংবাদকর্মীরবঙ্গ-নিউজ-নয়া দিল্লি: নামের আমি, নামের তুমি, নাম দিয়ে যায় চেনা। সত্যিই তো! সে শেক্সপিয়র যতই বলুন ‘নামে কী এসে যায়’, কিন্তু বেড়ালকে যদি রুমাল বলে ডাকা হয়, সে কি আর সাড়া দেবে? দেবে না। তবে নাম ভুল বলার ঠেলা হাড় হাড়ে টের পাচ্ছেন ভারতের দূরদর্শনের এক সংবাদ পাঠিকা। চীনের প্রেসিজেন্টের নাম ভুল বলায় রীতিমতো চাকরি খোয়াতে হলো তাকে।ঘটনাটি ঘটে বুধবার। সংবাদ পড়ার সময় হঠাৎই চীনের প্রেসিডেন্ট জি জিনপিং-এর নাম ভুল করে ‘ইলেভেন’ বা এগারো বলে ফেলেন তিনি। কারণ, তার নাম ইংরেজিতে (Xi Jinping) দেখতে রোমান অক্ষরে ১১-এর মতো লাগে। ব্যস, সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোপে পড়ে যান।
দেশের সম্মানীয় অতিথি বলে কথা। তার নামের সঙ্গে কিনা ‘ছেলেখেলা’। এক কর্মকর্তা বলেন, ‘এটা ক্ষমার অযোগ্য অপরাধ’। তিনি আরও যোগ করেন, ওই সংবাদ পাঠিকাকে অস্থায়ীভাবে কয়েক মাসের জন্য নিয়োগ করা হয়েছিল। তবে এই ঘটনার পর তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়।- ওয়েবসাইট।
বাংলাদেশ সময়: ১৭:২৪:৪৮ ৩৩০ বার পঠিত