শুক্রবার, ১০ মে ২০১৩
জীবিত রেশমার খবরে আন্দোলিত প্রধানমন্ত্রী, দেখতে যাচ্ছেন তিনি
Home Page » জাতীয় » জীবিত রেশমার খবরে আন্দোলিত প্রধানমন্ত্রী, দেখতে যাচ্ছেন তিনিবঙ্গ-নিউজ ডটকমঃসাভার ট্র্যাজিডির সতেরতম দিনে সাভার কন্যা রেশমা জীবিত উদ্ধার হওয়ার অন্য সবার মতো আন্দোলিত হয়েছেন মাননীয় প্রধামন্ত্রী নিজেও। তিনি রেশমাকে দেখতে যাচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।
আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী সিএমএইচে পৌঁছাবেন বলে জানা গেছে।
বিকেল ৪টা ২৫ মিনিটে রেশমাকে উদ্ধার করা হয়। এর আগে সোয়া ৩টার দিকে ভবনটির বেসমেন্টে তাকে জীবিত সন্ধান পাওয়া যায়।
উদ্ধার কাজে নিয়োজিত সেনা সদস্য মোয়াজ্জেম সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা প্রথমে তাকে সামান্য পানি ও বিস্কুট দেই। টানা দুই দিন তিনি না খেয়েছিলেন। তার সঙ্গে শুকনো খাবার ছিল। সেগুলো খেয়ে এতদিন বেঁচে ছিলেন তিনি।”
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের আপ্রাণ চেষ্টায় ভবন ধসের ৪০৮ ঘণ্টা পর শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা হয়।
তাকে উদ্ধারের খবর ঢাকাসহ সারাদেশে নতুনখবরসহ অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সুবাদে সারা দেশে ছড়িয়ে পড়লে সবার মধ্যেই একটা আনন্দ বিরাজ করে।
বাংলাদেশ সময়: ২২:২৮:৫৬ ১১২৪ বার পঠিত