শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪

এনডিপির মহাসবিচ বহিস্কার

Home Page » প্রথমপাতা » এনডিপির মহাসবিচ বহিস্কার
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪



বঙ্গ-নিউজ-ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মহাসচিব আলমগীর মজুমদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। আজ এন ডি পি সভাপতি গোলাম মর্তুজা জানান, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে (আলমগীর মজুমদার)’কে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৯:৩৭   ৩৬৭ বার পঠিত