শুক্রবার, ১০ মে ২০১৩

রানা প্লাজায় ১৭ দিন পরও বেঁচে আছেন রেশমী!

Home Page » ফিচার » রানা প্লাজায় ১৭ দিন পরও বেঁচে আছেন রেশমী!
শুক্রবার, ১০ মে ২০১৩



savar_tragedy_logo-4-1.jpgবঙ্গ-নিউজ ডটকম: সাভারের ধসেপড়া ভবন রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের জীবিত থাকার সন্ধান পাওয়া গেছে। তার নাম রেশমী। সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে উদ্ধারে এখন (শুক্রবার বিকেল সাড়ে ৩টা) অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।ঘটনার ১৭তম দিন শুক্রবার দুপুর ৩টার দিকে এ তথ্য পাওয়া যায়।

সেনাবাহিনী জানায়, রেশমী ভালো অবস্থায় আছেন। তিনি সেখানকার গ্রাউন্ড ফ্লোরে অস্থায়ী মসজিদে আটকা পড়েছিলেন।

এর আগে শাহীনা আক্তার নামের এক শ্রমজীবীকে ১১ তম দিনে উদ্ধারের চেষ্টা করেছিলেন আমাদের স্বেচ্ছাসেবকরা। সেই অভিযানে এজাজ উদ্দীন কায়কোবাদ অংশ নিয়েছিলেন। অনাকাঙ্খিত একটি অগ্নিকাণ্ড শাহীনাকে উদ্ধারে বাধ সাধে। পুড়ে মারাত্মক দগ্ধ হন কায়কোবাদ। ওই ঘটনায় শাহীনাকে বাঁচানো যায়নি। এজাজও সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৬:০০:৪১   ৫৩৪ বার পঠিত