শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪

জেএমবির ভারপ্রাপ্ত আমিরসহ ৭ জন গ্রেপ্তার

Home Page » জাতীয় » জেএমবির ভারপ্রাপ্ত আমিরসহ ৭ জন গ্রেপ্তার
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪



jmb.jpgবঙ্গ-নিউজ-রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।বৃহস্পতিবার রাতে তুরাগের আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পার্কিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম জানান।

গ্রেপ্তার অন্যরা হলেন- মো. নাঈম আলী (২৮), মো. সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মো. মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহমদ (২৪)।

তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির জন্য ব্যবহৃত ১০ কেজি জেলমিশ্রিত রাসায়নিক, চারটি পিতলের মূর্তি, জেএমবির প্রচারপত্র ও বই উদ্ধার করা হয় বলে মনিরুল জানান।

তিনি বলেন, বর্তমানে কারাবন্দী মাওলানা সাইদুর রহমানের অবর্তমানে জেএমবির নেতৃত্ব দিচ্ছিলেন ২৯ বছর বয়সী তাসনিম। গাজীপুরে আদালতে বোমা হামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আল সোহেলের ভাই তিনি।

মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, “ভিভিআইপি, ভিআইপিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জেএমবি সদস্যদের।”

এরইমধ্যে তারা মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান তিনি।

সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে খেলাফত ঘোষণা করেছে আইএস।

বাংলাদেশ সময়: ১৭:১১:৪৮   ৩৪৫ বার পঠিত