শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪

মাদক নিয়ে মারাদোনার আক্ষেপ মাদক নিয়ে মারাদোনার আক্ষেপ

Home Page » খেলা » মাদক নিয়ে মারাদোনার আক্ষেপ মাদক নিয়ে মারাদোনার আক্ষেপ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪



maradona3.JPGবঙ্গ-নিউজ-অবশেষে দিয়েগো মারাদোনা বুঝলেন কী ভুলটাই না জীবনে করেছেন তিনি! মাদকের নীল ছোবলে উজ্জ্বল ক্যারিয়ারকে নিজেই ম্লান হতে দিয়েছেন বলে আক্ষেপ করেছেন আর্জেন্টিনা কিংবদন্তি। আক্ষেপ নিয়ে বললেন, মাদক না নিলে নিশ্চিতভাবেই সবার ওপরে থাকতেন তিনি।পেলে না মারাদোনা, কে সর্বকালের সেরা ফুটবলার? এই তর্ক ফুটবল বিশ্বে নিরন্তরই চলছে। তবে মাদক সেবন না করলে অন্য সবার চেয়ে একচেটিয়া এগিয়ে থাকতেন বলে মনে করেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো মারাদোনা।

“জানেন, মাদক না নিলে আমি কতটা ভালো হতে পারতাম? আমি নিশ্চিতভাবেই সবার ওপরে থাকতাম।”

টিওয়াইসি টিভি চ্যানেলে আগামী মাসে প্রচারিতব্য সাক্ষাৎকারে মারাদোনা নিজের সামর্থ্য আর এর পুরোটা কাজে লাগাতে না পারার আক্ষেপের কথা বলেন।

“ইউরোপের খেলোয়াড়রা কঠিন ছিল, কিন্তু আমার কৌশল দিয়ে আমি তাদের ফাঁকি দিতে পারব বলে জানতাম। আমি নিজেকে বলতে থাকতাম যে বল একটাই এবং তারা আমাকে থামাতে পারবে না।”

মাদক নেয়ার জন্য ১৯৯৪ বিশ্বকাপে নিষিদ্ধ হওয়া মারাদোনার বয়স এখন ৫৩। এই বয়সেও ৯০ মিনিট মাঠে থাকতে পারেন বলে খুশি নাপোলির এই কিংবদন্তি প্লেমেকার। তবে মাদক তার কত ক্ষতি করেছে, সেটিও বলেন তিনি।

“মানুষ বলে, মারাদোনার বয়স মাত্র ৫৩। কিন্তু আমি যার মধ্য দিয়ে গেছি, সেই সব মিলিয়ে নিজের বয়সটাকে ৮০ বছর মনে হয় আমার!”

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩৪   ৩৪৫ বার পঠিত