শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪
‘ষোড়শ সংশোধনী বিচার বিভাগের ওপর ভূমিকম্পের মতো আঘাত হানবে
Home Page » জাতীয় » ‘ষোড়শ সংশোধনী বিচার বিভাগের ওপর ভূমিকম্পের মতো আঘাত হানবেবঙ্গনিউজ-বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বিচার বিভাগের ওপর ভূমিকপম্পের মতো আঘাত হানবে। এর ফলে বিচার বিভাগের যে ক্ষতি হবে তা পুষিয়ে নেয়া সম্ভব হবে না।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘সংবিধানের ষোড়শ সংশোধনী : উপেক্ষিত জনমত’ শীর্ষক নাগরিক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, এ সংশোধনী পাস হলে বিচারপতিরা নিরপেক্ষভাবে বিচার করতে পারবেন না। বিচারকদের মনস্তাত্বিক চাপে রেখে বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তারের জন্যই সংবিধানের এ সংশোধনী করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫:২৩:২৮ ৩৫৪ বার পঠিত