শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪
স্বাধীন হচ্ছে না স্কটল্যান্ড
Home Page » প্রথমপাতা » স্বাধীন হচ্ছে না স্কটল্যান্ডবঙ্গনিউজ-স্কটল্যান্ডের অধিকাংশ ভোটার ৩শ’ সাত বছরের পুরনো সাম্রাজ্যে থাকতেই রায় দিয়েছেন। বৃহস্পতিবারের গণভোটে প্রায় ১০ শতাংশ ভোটের ব্যবধানে দেশটির স্বাধীনতার দাবি প্রত্যাখ্যাত হয়েছে।প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৩২টি অঞ্চলের ফলাফলে ৫৫ দশমিক ৩ শতাংশ পেয়েছে না ভোট। অন্যদিকে ৪৪ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে ‘হ্যাঁ’। নির্বাচনে প্রায় ৮৪ দশমিক ৬ ভাগ ভোটার ভোট দিয়েছেন। যা স্কটল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ।
ডান্ডি, গ্লাসগো, নর্থ লানার্কশায়ার এবং ওয়েস্ট ডানবার্টনশায়ার ছাড়া সবগুলো অঞ্চলে না ভোট জয়ী হয়েছে।
স্কটিশ স্বাধীনতা আন্দোলনের নেতা ও বর্তমান মন্ত্রী অ্যালেক্স স্যালমন্ড ফলাফল ঘোষণা করে সবাইকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন তার প্রতিক্রিয়ায় বলেন, সমস্যা সমাধানে সবাই একসাথে থাকার কারণেই এ ফলাফল এসেছে।
বাংলাদেশ সময়: ১৫:১৪:৩৫ ৩৫৭ বার পঠিত